Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সান্তাহার থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার গ্রেফতার ৪
বিস্তারিত

সান্তাহার প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার থেকে অবহরণের ২৪ ঘণ্টা পর অবহৃত শিশু উদ্ধার ও অবহরণকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার ও গ্রেফতারের ঘটনাগুলো ঘটেছে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর থানায়। জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের শিপলু সরদারের ছেলে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্র শুভ সজিব তার সহপাঠীর সাথে স্কুল থেক বাড়ি ফিরছিল। পথিমধ্যে দেখা মেলে তার ফুফাত ভাই আদমদীঘি উপজেলার চকসাবাজ গ্রামের নুর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ রাজুর (১৭) সাথে। রাজু শুভকে কিছু খায়ানোর কথা বলে ডেকে নিয়ে সান্দিড়া গ্রামের দীঘিরপাড়ের দিকে চলে যায়। এদিকে, শুভ বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে তার বাবা-মা খোঁজ খবর করা শুরু করে। এক সময় শুভর সহপাঠী আমির হোসেনের মাধ্যমে জানতে পারে যে, শুভকে তার আপন ফুফাত ভাই রাজু ডেকে নিয়ে গেছে। এরপর শিশু শুভর বাবা-মা রাজু'র ফোনে ফোন করলে সে ঢাকা যাচ্ছে বলে জানায়। কিন্তু গোপন করে শুভকে নিয়ে যাওয়ার কথা। ফলে রাত ১০ টার দিকে শুভর বাবা-মা ঘটনাটি আদমদীঘি থানা পুলিশকে অবহিত করে। এতে নড়েচড়ে উঠে পুলিশ। এক সময় অন্য একটি ফোন নম্বর থেকে শুভর মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা দাবি করে। আদমদীঘি সার্কেল ও থানা পুলিশের সাঁড়াশি তৎপরতার ফলে গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকার আশুলিয়া থানা পুলিশ দিয়ে মূল অবহরণকারী রাজুকে যাত্রীবাহী বাস থেক গ্রেফতার করে। এর আধা ঘন্টার ব্যবধানে গাজীপুরের কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অবহৃত শিশুকে উদ্ধার এবং ৩ অবহরণকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/02/2018
আর্কাইভ তারিখ
28/02/2018